Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আটমূল ইউনিয়নের ইতিহাস

আটমূল ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নটি ঐতিহ্য বহন করে আছে। এই ইউনিয়নটিতে ৮টি বৈশিষ্ট পূর্ণ গ্রাম এবং ১টি ঐতিহ্যবাহী বাজার কে অনুসরণকরে আটমূল এর নামকরণ করা হয়েছে । কালের পরিক্রমাই ১৫/০৭/১৯৯৬ খ্রিষ্টাব্দে অত্র ইউপির পুরাতন ভবনটি থানা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান উদ্বোধন করেন। পরিবর্তীতে ২৮/১২/২০০১ খ্রিষ্টাব্দে জনাব রেজাউল বারী ডিনা জাতীয় সংসদ সদস্য এর সহযোগিতায় মীর শাহে আলম চেয়ারম্যান আটমূল ইউপি এর সৌজন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পর ১০/১০/২০০২ খ্রিষ্টাব্দে জনাব রেজাউল বারী ডিনা (এমপি), মীর শাহে আলম সাবেক চেয়ারম্যান আটমূল ইউপি ও মহাম্মাদ গোলাম সরওয়ার এর সৌজন্যে আটমূল ইউনিয়ন কমপ্লেক্স ভবনটির শুভ উদ্বোধন হয়। এই ইউনিয়ন অত্র বগুড়া জেলা থেকে উত্তর পশ্চিম কোনে এবং বগুড়া জেলার শেষসিমান্তে অবস্থিত। এই ইউনিয়নের উত্তরপশ্চিম পার্শ্বে- জয়পুরহাট জেলার কালাই উপজেলা, এবং জিন্দারপুর ইউনিয়ন অবস্থিত। বর্তমান ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন মোঃ মোজাফ্ফর হোসেন,