Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য

ইউনিয়ন পরিষদ ব্যবস্থার গুরুত্বপূর্ণঅংশ পরিষদের সদস্যগণ। সরকার স্মারক নং- প্রজেই-৩/বিবিধ-১৪/২০০১/৮০১   ১০/০৯/২০০২ ইং তারিখ একটি পরিপত্র জারীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যদেরভূমিকা ও দায়িত্বাবলী বন্টন করেছেন।  ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবংসংরক্ষিত আসনের সদস্যদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আবার এমনকিছুদায়িত্ব ও কর্তব্য রয়েছে যেগুলো সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা যৌথভাবেপালন করেন। 

 

সংরক্ষিতআসনের সদস্যদের দায়িত্ব

  • সংরক্ষিত আসনের সদস্যরা নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ, যৌতুক ও এসিড নিক্ষেপ নিরোধ, বাল্যবিবাহ রোধসহ বিবাহনিবন্ধন নিশ্চিত করার ব্যবস্থা করেন। তারা এই সংক্রান্ত কমিটির চেয়ারম্যান  হিসেবে নারী ও শিশু কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
  • নিজ ওয়ার্ড এলাকার আইন-শৃংখলা রক্ষাকমিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
  • সংরক্ষিত আসনের সদস্যগণ ইউনিয়নপরিষদের স্থায়ী কমিটিগুলোর এক তৃতীয়াংশের চেয়ারম্যান এবং মোট প্রকল্পকমিটির এক-তৃতীয়াংশ প্রকল্প কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
  • সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্নসময়ে নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করেন।

 

সাধারণ আসনেরসদস্যদের দায়িত্ব

  • নিজ ওয়ার্ড এলাকার গণ্যমাণ্য ব্যক্তিও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড আইন- শৃংখলা রক্ষা কমিটি গঠনও সভাপতির দায়িত্ব পালন করেন। এই কমিটি ওয়ার্ডের অপরাধ,বিশৃংখলা,চোরাচালানদমন, অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করে।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকারজন্ম-মৃত্যু,অন্ধ,ভিক্ষুক,দুঃস্থ ও অসহায় বিধবা,এতিম, গরীব প্রতিবন্ধীপ্রভৃতি ব্যক্তিগণের নিবন্ধনের জন্য গ্রাম পুলিশের মাধ্যমে দুটি ফরম পূরণকরার ব্যবস্থা করেন। এর এক কপি নিজের কাছে রাখেন এবং অপর এক কপি ইউনিয়নপরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার আদমশুমারীসহ সকল ধরণের শুমারী পরিচালনায় কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার গণ্যমাণ্যব্যক্তি ও যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড দুর্যোগব্যবস্থাপনা কমিটি গঠন করেন। এই কমিটির সভাপতির দায়িত্বও তিনি পালন করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ডের পুকুর বা পানিসরবরাহের বিভিন্ন জায়গায় শণ, পাট বা অন্যান্য গাছ ভেজানো, আবাসিক এলাকারমধ্যে চামড়া রং বা পাকা করা নিয়ন্ত্রণ করেন। আবাসিক এলাকার মাটি খনন করেপাথর বা অন্যাণ্য বস্ত্ত উঠানো,ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণনিয়ন্ত্রণে সহায়তা করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার অন্যান্যসংস্থার কাজে এবং ইউনিয়ন পরিষদ দর্শনার্থীদের নিরাপত্তা,আরাম-আয়েস ওঅন্যান্য সুবিধা প্রদানে চেয়ারম্যানকে সহায়তা করেন।
  •  সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃকবিভিন্ন সময়ে নির্দেশিত অন্যান্য কাজগুলো করেন।

 

সংরক্ষিত ওসাধারণ আসনের সদস্যদের যৌথ দায়িত্ব

  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় কৃষি উৎপাদনবাড়ানো,বিভিন্ন আয় বর্ধক প্রকল্প/কর্মকান্ডে জনগণকে অংশ নিতে উৎসাহিত করেএসকল ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে সুপারিশ পেশকরেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় নিরক্ষরতাদূরকরা,পরিবার পরিকল্পনা,জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কেজনগণকে উদ্বুদ্ধ করে এ সংক্রান্ত প্রকল্প তৈরি করেন। প্রকল্প গৃহীত হলে তাবাস্তবায়নে সহায়তা করেন।  ইউনিয়ন পরিষদ পরিচালিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রব্যবস্থাপনায় সহায়তা করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় জনগনেরসম্পত্তি যথা-জনপথ,রাজপথ,সরকারী স্থান,উন্মুক্ত জায়গা,উদ্যান,খেলারমাঠ,কবরস্থান,শ্মশানঘাট,সভারস্থান,সৌধ,রাস্তা,পুল,সেতু,কালভার্ট,বাঁধ,খাল,বিল,টেলিফোন,বিদ্যুত,গ্যাসইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায়  খেলাধুলারউন্নয়ন,গ্রন্থাগার,পাঠাগারের ব্যবস্থা ও জাতীয় উৎসব পালনের ব্যবস্থা এবংশরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ ও সহায়তা প্রদান করেন।
  •  সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় প্রাকৃতিকদূর্যোগ সম্পর্কে  জনগণকে সচেতন করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার পরিবেশসংরক্ষণের ব্যবস্থাপনার জন্য গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ,অপসারণ, রাস্তা-ঘাট,ডোবা-নালা,হাজামজা পুকুর পরিস্কার,মৃত পশুর দেহ অপসারণ,পশু জবাইও বিপদজনক ইমারত সহ যত্র তত্র ইমারত নির্মাণ নিয়ন্ত্রণ করেন।
  • সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় নিরাপদ পানিব্যবহারের জন্য কূয়া,নল কূপ,জলাধার,পুকুর,দিঘী ও পানি সরবরাহের বিভিন্নউৎস সংরক্ষণ ও দূষণ রোধের ব্যবস্থা নেন।
  • ইউনিয়ন পরিষদের স্থায়ী(স্ট্যান্ডিং)কমিটিগুলোতে দায়িত্ব পালন করেন।
  •  সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় সার্বজনীনপ্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন।
  •  সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায়  প্রাথমিকস্কুলগামী শিশুদের স্কুলে পাঠানোর জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন।
  •  সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার কর,রেট,ফিইত্যাদি প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ওরক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদকে সহায়তা করেন।